মোঃ লুৎফর রহমান, স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুর ইসলাম ওরফে গেদা (৪৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের ৪ নম্বর সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম একই গ্রামের ফাইজুদ্দি মল্লিকের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক
পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি সদস্য) মো. দেলোয়ার হোসাইন বলেন, শুক্রবার দুপুরে বিদ্যালয়টির নির্মাণাধীন ভবনের ছাদে রড় বসাতে গিয়ে পাশেই বিদ্যুতের উচ্চ ভোল্টেজের তারে জড়িয়ে নুর ইসলাম বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত নুর ইসলামকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সাটুরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রতুল সরকার বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।সাটুরিয়া উপজেলা প্রকৌশলী মো. ইমরুল হাসান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো প্রকার অবহেলা ছিল কি না, নাকি এটা নিছক দুর্ঘটনা এসব তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসকের সঙ্গে কথা করে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ