রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে প্রটোকল দেবে পুলিশ হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার আরও ২ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর হামলা-ক্যামেরা ভাঙচুর, আহত ৫ হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি: পালানোর আশঙ্কায় বিশেষ চেকপোস্ট ও টহল জোরদার হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা তথ্য নেই: ডিএমপি ওসমান হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা ইয়াসিন মিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সুইলস বাংলাদেশের উদ্যোগে গণ বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নির্বাচনের তপশিল নিয়ে সভা রোববার

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯k Time View  
  •                                      
                                   
                               

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণাকে কেন্দ্র করে আগামী রোববার (৭ ডিসেম্বর) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ইসির সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে আইন ও প্রচলিত রীতির আলোকে তপশিল ঘোষণার আগে ও পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা হবে। পাশাপাশি গণভোট আয়োজন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির অগ্রগতি, মাঠপর্যায়ে যোগাযোগ জোরদার, মতবিনিময় ও সমন্বয়সংক্রান্ত বিষয়গুলোও আলোচনায় আসবে।

এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কেন্দ্র ব্যবস্থাপনা, ২৯ নভেম্বর অনুষ্ঠিত মক ভোটের অভিজ্ঞতা এবং মাঠপর্যায়ের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকের অন্যান্য আলোচ্যসূচির মধ্যে রয়েছে—

  • পার্সোনালাইজেশন সেন্টারের ৯টি মেশিন বিদ্যমান অবস্থায় বিএমটিএফ থেকে আইডিইও (২য় পর্যায়) প্রকল্পে হস্তান্তর/গ্রহণ এবং বিএমটিএফের স্থগিত বকেয়া বিল পরিশোধ।
  • সেপ্টেম্বর ২০১৯ থেকে জুন ২০২২ পর্যন্ত চুক্তির আওতায় ২ কোটি ৩১ লাখ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশনের বিল পরিশোধ সম্পন্ন হয়েছে; অতিরিক্ত ১৪ লাখ স্মার্ট কার্ডের পার্সোনালাইজেশন বাবদ বিএমটিএফের দাবি করা বকেয়া বিল পরিশোধ।
  • ক্রয় প্যাকেজ এনসিএস-২৭ (স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন ও ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত লেখা মুদ্রণ) সংক্রান্ত কার্যক্রম ও চুক্তি সম্পন্নের সিদ্ধান্তসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ অনুরোধ জানান।

তিনি বলেন, তপশিল ঘোষণার বিষয়ে এখনো নির্বাচন কমিশনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেউ যদি সম্ভাব্য তারিখ প্রচার করেন, তা তাদের ব্যক্তিগত ধারণা বা হিসাবের ভিত্তিতে এবং এর দায়ভারও সংশ্লিষ্ট ব্যক্তির।

দেশের বর্তমান প্রেক্ষাপটে দায়িত্বশীল সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102