
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, “তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি খুব দ্রুতই ফিরবেন।”
তিনি আরও দাবি করেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান। আমীর খসরুর ভাষায়, “তিনি যেকোনো সময় ফিরে আসবেন। না ফেরার গুজব যারা ছড়াচ্ছে, তারা তাদের মতোই গুজব ছড়াবে।”