
জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে এনসিপিসহ ৩টি দল রাজনৈতিক দলের জোট গঠনের ঘোষণা দেয়া হয়েছে। রোববার এক সংবাদ সম্মেলনে এ জোট ঘোষণা করা হয়। দলগুলো হলো-জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা ৩ টি রাজনৈতিক দল নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে ঐক্য ঘোষণা করছি। এই জোটের নাম গণতান্ত্রিক সংস্কার জোট।
আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, সকলেই চায় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসুক। বিরোধী দলের সভায় বাধা, ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা এগুলো মানুষ এখন চায় না। এখান থেকে আমরা আহবান করছি পুরনো রাজনীতি দিয়ে ফ্যসিবাদকে দমন করা যায়নি। নতুনরা নতুনভাবে প্রতিবাদ করেছে বিধায় আজকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।