সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন

বাড়লো ভোজ্য তেলের দাম

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮k Time View  
  •                                      
                                   
                               

সরকারের সঙ্গে আলোচনার পর দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে বাড়ানো হয়েছে ৬ ও ৭ টাকা। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ১৬ টাকা ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে ৩৩ টাকা।

রোববার ভোজ্য তেলের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন। নতুন দাম সোমবার (৮ই ডিসেম্বর) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী-বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ৭ টাকা বাড়িয়ে ১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।এছাড়া বাজারে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৯৫৫ টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা।

আমদানিকারক ও বাজারজাতকারী কোম্পানিগুলোর সঙ্গে ভোজ্য তেলের দামের বিষয়ে গত ৪ঠা ডিসেম্বর বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। তবে বৈঠকে ভোজ্য তেলের দাম বাড়ানো বা কমানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। রোববার বাণিজ্য মন্ত্রণালয় আবার বৈঠক ডাকে। সেই বৈঠকেই ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত আসে।এর আগে কর্তৃপক্ষকে না জানিয়ে ভোজ্য তেলের দাম বাড়ানোয় ক্ষুব্ধ হয় সরকার। সরকারের অনুমোদন ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানোর উদ্যোগ নেয়ার বিষয়ে ব্যবসায়ীদের কাছে কারণ জানতে চাওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102