রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকালে শাহজাহান রোডে রেসিডেন্সিয়াল কলেজের উল্টো পাশের একটি বাসার সপ্তম তলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আশপাশ থেকে পাওয়া তথ্যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহকর্মী তাদেরকে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন। আমরা পুরো বিষয়টি তদন্ত করছি। এই ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত, তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে।’
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ