হত্যাকাণ্ড রোধে কোনো ‘ম্যাজিক’ সমাধান নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে হত্যাকাণ্ডসহ বিভিন্ন সহিংস ঘটনা নিয়ে সরকার অতিমাত্রায় সচেতন। তবে বাস্তবতা হলো—এ ধরনের অপরাধ পুরোপুরি বন্ধ করে দেওয়ার মতো কোনো যাদুকরী উপায় তার হাতে নেই। তিনি বলেন, “যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকত, বা লাইট অন-অফ করার মতো কোনো সুইচ থাকত, তাহলে আমি এক মুহূর্তেই সব বন্ধ করে দিতাম—লাইট অফ, এখন আর কোনো কিলিং হবে না। কিন্তু বাস্তবে এমন কোনো ম্যাজিক নেই।”
রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের যেভাবেই হোক আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষ্যে সরকার বদ্ধপরিকর।
নির্বাচনের আগে সহিংসতা বাড়তে পারে—এমন আশঙ্কার বিষয়ে তিনি বলেন, অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে, বিষয়টি তিনি অস্বীকার করছেন না। তবে এসব ঘটনা শতভাগ বন্ধ হয়ে যাবে—এমন নিশ্চয়তা দেওয়া বাস্তবসম্মত নয়। তবু আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাশাআল্লাহ, প্রস্তুতি খুবই ভালোভাবে এগোচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট নিয়মিত প্রশিক্ষণের মধ্যে রয়েছে। প্রশিক্ষণের মান কেমন হচ্ছে, সেটি সরেজমিনে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জানুয়ারির মধ্যেই এসব প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর ও জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সরকার সবধরনের প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে তিনি আরও বলেন, এবারের নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। পাশাপাশি ভোট গণনা নির্বিঘ্ন করতে প্রতিটি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে বিদ্যুৎ সমস্যার আশঙ্কা রয়েছে, সেখানে বিকল্প আলোর ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে। নির্বাচনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ভোটকেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনার কথাও জানান তিনি।
জাতীয় পার্টির নির্বাচনি প্রচারণা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কাউকেই মাঠে নামতে বাধা দিচ্ছে না। বরং সবাই মাঠে রয়েছে এবং রাজনৈতিক কর্মসূচি স্বাভাবিকভাবেই চলছে। তিনি বলেন, “কে কী বলল, সেটাই আসল বিষয় না। কেউ কেউ নিজেরাই ঘর থেকে বের হতে চায় না—এটার দায় আইনশৃঙ্খলা বাহিনীর নয়।”
থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, এসব অস্ত্র উদ্ধারের কাজ নিয়মিতভাবেই চলমান রয়েছে। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হচ্ছে এবং এ অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ