বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে বসছেন সিইসি

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯k Time View  
  •                                      
                                   
                               

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে রওনা হন। তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব। তারা একসঙ্গে প্রধান বিচারপতির কার্যালয়ে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলমান প্রস্তুতি, প্রশাসনিক সমন্বয় এবং আইনি প্রক্রিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ-আলোচনা করবেন বলে জানা গেছে।

এর আগে গত রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি এবং চার কমিশনার। সেখানে তারা নির্বাচনের প্রস্তুতি, মাঠপর্যায়ের চ্যালেঞ্জ, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং ভোটার সেবা নিশ্চিতকরণ নিয়ে বিস্তৃত আলোচনা করেন।

রেওয়াজ অনুযায়ী বুধবার বেলা ১২টায় ইসি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে। রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাৎকে নির্বাচন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হয়, কারণ এ সময় নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে সামগ্রিক প্রস্তুতির অগ্রগতি, লজিস্টিক সক্ষমতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন এবং তফসিল ঘোষণার উপযোগিতা সম্পর্কে অবহিত করে থাকে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে যেকোনো সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি নাসির উদ্দিন। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী ঘোষণার আগে তফসিল বার্তা রেকর্ড করা হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে। রেকর্ডিং সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ে তা আনুষ্ঠানিকভাবে সম্প্রচার করা হবে, যার মাধ্যমে দেশবাসী নতুন নির্বাচনী তফসিল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102