শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও বিজয়ী শক্তির লড়াই হবে: ভিপি শামসুর

খাঁন রমিম
                                             
  •   Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪k Time View  
  •                                      
                                   
                               

পাবনা জেলা প্রতিনিধি:  ‎সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ভিপি শামসুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও বিজয়ী শক্তির লড়াই হবে। এতে মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তিই বিজয় লাভ করবে। আবারো দেশকে ৭১ সালের বিজয়ী শক্তিই নেতৃত্ব দিবে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের মাটিতে আবারো প্রতিষ্ঠিত হবো।
‎বুৃধবার (১০ ডিসেম্বর) বিকেলে সাঁথিয়া ফুটবল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশাল দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎তিনি বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের দল। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বীর উত্তম ছিলেন এবং সেক্টর কমান্ডার ছিলেন। একটি দলের নেতারা পালিয়েছে কিন্তু সেই দলের জনগণ তো এই দেশেই আছে। তারা আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেই ভোট দিবে বলে আমি শুনেছি এবং জেনেছি।
‎মনোনয়নের বিষয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে যোগ্য ব্যক্তিকেই ধানের শীষের মনোনয়ন দিবেন জনাব তারেক রহমান। কার বেশি জনপ্রিয়তা রয়েছে, মামলা মুকদ্দমা বেশি খেয়েছে, জেল খেটেছে ও সামনে দুঃসময়ে দলের জন্য কে হাল ধরতে পারবেন যাচাই-বাছাই করেই মনোনয়ন দেওয়া হবে। এদিকে থেকে শতভাগ আশাবাদী আমি ধানের শীষের মনোনয়ন পাবো ইনশাআল্লাহ। চারটি কাইটেরিয়ার মধ্যে আমি পড়ি। আর জনপ্রিয়তার দিকে থেকে সবার চেয়ে আমি বেশি বলে বুকে হাত দিয়ে বলতে পারব। ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে পারব।
‎এই আসন জামায়াতের এমন কথা শুনা যায়, আসলে এখানে বিএনপির কি অবস্থান এমন প্রশ্নের জবাবে তিনি অতিতের নির্বাচনের ফলাফলের বিষয় উল্লেখ করে বলেন, ১৯৯৬ সালে জামায়াতে ইসলামের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী মাত্র ৩৮ হাজার ভোট পেয়েছিল, আর ধানের শীষের পার্থী পেয়েছিল ৬২ হাজার, নৌকা পেয়েছিল ৭৩ হাজার ভোট। এতোবড় নেতাও ছোট নেতার থেকে ভোট কম পেয়েছিল।
‎জামায়াতে ইসলামীর বিষয় উল্লেখ করে তিনি বলেন, জামায়াতের ইসলামীর মধ্যে কোন ইসলাম নেই। ধরেন কেমনে ইসলাম নেই যে দুর্গা পূজা আর রোজার মধ্যে এক করে ফেলেছে। আবার ধরেন হিন্দুদের মনোনয়ন দিয়ে তারা ইসলাম কায়েম করতেছে। খুলনায় ১ আসনে কৃষ্ণ নন্দী কে জামাত আসলে উনাকে দিয়ে কি ইসলাম কায়েম করবে। ওনাদের অনেক প্রার্থী আগে ধানের শীষের মার্কা নিয়ে নির্বাচন করেছে। কবে জান্নাতে যাবে কবে কিভাবে জান্নাতের টিকিট বিক্রি করবে এসব এসব করে কোন লাভ হবে না এবার। খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার নামে বিএনপিকে ধ্বংস করেছে তারা।
‎সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছেলেন, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল বারী সান্টু, মশিউর রহমান টিপু, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102