শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

আনঅফিসিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮k Time View  
  •                                      
                                   
                               

নিজস্ব প্রতিবেদক:   আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে দেশে কার্যকর হতে যাচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এ ব্যবস্থার আওতায় অবৈধ বা আনঅফিসিয়ালভাবে আমদানি করা মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণ করা হবে। তবে এ বিষয়ে মজুত ও পাইপলাইনে থাকা আনঅফিসিয়াল ফোন বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দেশে মজুত থাকা এবং পাইপলাইনে থাকা আনঅফিসিয়াল মোবাইল ফোন বিক্রির জন্য ব্যবসায়ীরা আগামী মার্চ মাস পর্যন্ত সময় পাবেন।

অর্থাৎ, মার্চ মাস পর্যন্ত কেউ আনঅফিসিয়াল ফোন কিনলেও সেগুলো স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে এবং এসব ফোন বন্ধ করা হবে না। এতে বিদ্যমান ব্যবসায়ীদের কিছুটা স্বস্তি মিলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।তবে মার্চ মাস পার হওয়ার পর থেকে আনঅফিসিয়াল ফোন বিক্রির কোনো সুযোগ আর থাকবে না। ওই সময়ের পর অবৈধ পথে আনা অথবা নিবন্ধনবিহীন কোনো মোবাইল ফোন সক্রিয় করা যাবে না বলেও জানানো হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর সচিবালয়ে হ্যান্ডসেট উৎপাদক প্রতিষ্ঠান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং মোবাইল ফোন ব্যবসায়ীদের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এসব তথ্য জানান মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম। তিনি বলেন, সরকার ব্যবসায়ী ও ভোক্তাদের কথা বিবেচনা করে এই সময়সীমা নির্ধারণ করেছে। এছাড়া এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থার সংস্কার, মোবাইল ফোন বাজারে একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং উন্মুক্তভাবে মোবাইল ফোন আমদানির সুযোগ সৃষ্টিসহ কয়েকটি দাবিতে রাজধানীতে বিক্ষোভ শুরু করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সড়ক অবরোধ করে তারা প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহনের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বিক্ষোভ চলাকালে ব্যবসায়ীরা সড়কের ওপর কাঠ ও বাঁশের টুকরো জড়ো করে আগুন জ্বালিয়ে স্লোগান দেন। পরিস্থিতির একপর্যায়ে সেখানে যানবাহন ভাঙচুরের খবরও পাওয়া গেছে, যা এলাকায় উত্তেজনা সৃষ্টি করে।এ বিষয়ে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম বলেন, সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলমান রয়েছে। সবার সঙ্গে সমন্বয় করে শিগগিরই আন্দোলন প্রত্যাহারের বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102