জাকির আহমেদ জীবন, চীফ রিপোর্টার:
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় অবস্থিত এছলামপুর পাক দরবার শরীফে আগামী ১২ ও ১৩ ডিসেম্বর দুই দিনব্যাপী পবিত্র ওরছ শরীফ অনুষ্ঠিত হবে। ইয়া রহমানির আলামিন (সা.)–এর বিনম্র ভালোবাসায় আয়োজিত এ বার্ষিক ওরছকে কেন্দ্র করে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দরবার কর্তৃপক্ষ।
বিশ্ব নেছবতের মহান মহাসাধক শাহ সুফী হযরত মাওলানা ওয়ারেছ এছলামপুরী (রহ.)–এর (আস–সিদ্দিকী, আস–কাদেরী, আস–চিশতী, আস–নকশবন্দী, আল–যাওয়াজেহেদী) স্মরণে প্রতি বছরের মতো এবারও ভক্ত-অনুরাগীদের মিলনমেলা বসবে দরবার প্রাঙ্গণে।
অনুষ্ঠানসূচি ১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার: ২৭শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জামাদিউস সানি ১৪৪৭ হিজরি—ওরছের আনুষ্ঠানিক সূচনা। ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার: ২৮শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি ১৪৪৭ হিজরি—দিনব্যাপী অনুষ্ঠান শেষে সকাল ৮টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
দরবার কর্তৃপক্ষ জানিয়েছে, দেশ–বিদেশ থেকে আগত ভক্তদের জন্য সার্বিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। আখেরি মোনাজাতে অংশ নিতে সকল ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ