
নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। তিনি বলেন, প্রত্যেক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব বিধি-বিধান ও ব্যবস্থা কার্যকর করা হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ইসির অগ্রাধিকার, আর এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন প্রস্তুতি, নীতিমালা ও আদালতের নির্দেশনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। আখতার আহমেদ জানান, প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থায় আগ্রহ বেড়েছে। এখন পর্যন্ত তিন লাখ ১০ হাজার ৪১৪ জন প্রবাসী ভোটার হিসেবে পোস্টাল ব্যালটে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। তিনি বলেন, প্রবাসীরা এখন গুগল প্লে স্টোর থেকে সংশ্লিষ্ট অ্যাপ ডাউনলোড করে সহজেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
তপশিল ঘোষণার পর ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ১৬ বা ১৭ ডিসেম্বর থেকে নিবন্ধন শুরু করতে পারবেন। কারাবন্দিদের নিবন্ধন সময় নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোতায়েন হওয়ার পর ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাবেন। সচিবের ভাষায়, এসব প্রক্রিয়া সহজ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে পরিপত্র প্রস্তুত রাখা হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে যে নিয়মই প্রাসঙ্গিক হবে, তা বাস্তবায়ন করা হবে। কেউ নিয়ম ভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প নেই।
গাজীপুর ও বাগেরহাটের আসনসংক্রান্ত ইসির গেজেট অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের বিষয়ে তিনি বলেন, আদালতের সিদ্ধান্ত কমিশনের ওপর প্রশ্ন তুললেও ইসি আইন ও আদালতের নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। ওই দুই আসনের বিষয়ে আদালতের রায় অনুযায়ী নতুন সিদ্ধান্ত কার্যকর হবে। তিনি আরও জানান, নির্বাচনকালীন সময়ে প্রশাসনে রদবদল একটি চলমান প্রক্রিয়া। তবে এসব পরিবর্তন ইসির অনুমতি, সম্মতি ও পরামর্শের ভিত্তিতেই করা হবে, যাতে নির্বাচন প্রক্রিয়া কোনোভাবে ব্যাহত না হয়।
আখতার আহমেদ জোর দিয়ে বলেন, নির্বাচনকে সুষ্ঠু রাখার দায়িত্ব শুধু ইসির নয়; রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সকল পক্ষেরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। নির্বাচনকে দায়িত্বশীল, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।