
রংপুর প্রতিনিধি: রংপুর জেলা শাখা জিয়া সাইবার ফোর্স–জেডসিএফ ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়। ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার গুলশান-১ এ অবস্থিত কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা স্মারক নং জেডসিএফ/সেন্ট্রাল/২০২৫/০১৭৫-এর মাধ্যমে এ অনুমোদন প্রদান করা হয়।
নব গঠিত কমিটিতে মোঃ জহুরুল হক বুলবুল সভাপতি এবং মোঃ আব্দুল হালিম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক কর্মকান্ডে গতিশীলতা বৃদ্ধির মাধ্যমে মূল দলে রাজনৈতিক বিশেষ ভূমিকা রাখতে রংপুর জেলা জিয়া সাইবার ফোর্স কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিশেষ ভূমিকায় জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ মাহাবুব আলম সরকার দ্বীপ। পাশাপাশি সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মোঃ হাবিবুর রহমান সারেন্ডার, মোঃ জাহানুর রহমান জাহান, সাইফ উদ্দিন মাহমুদ, মোঃ শাহীনুর রহমান, মোঃ হারুন অর রশিদ, মোঃ হাফিজুর রহমান হাফিজ, মোঃ ইমতিয়াজ আহমেদ ইভু, মোঃ মনির হোসেনসহ আরও অনেকে।
সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ রবিউল ইসলাম লিমন। সহ-সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, সহ দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ, সহ কোষাধ্যক্ষ এবং প্রচার সম্পাদকসহ বিভিন্ন পদে সদস্যদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।জেলা জেডসিএফ এর সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন, রংপুর জেলা জেডিসিএফ কমিটির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
নব গঠিত কমিটির সভাপতি জহুরুল হক বুলবুল বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে আস্থা ও বিশ্বাসে নবগঠিত কমিটিকে দায়িত্ব অর্পণ করেছেন আমরা সম্মিলিতভাবে দলে তার চেয়ে বেশি রাজনৈতিক ভূমিকা রাখব ইনশাআল্লাহ।জেডসিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি নাফিস ওয়াহিদ ফাইজাল ও মহাসচিব সফিকুল ইসলাম আশাবাদ ব্যাক্ত করেছেন যে ,রংপুরের নতুন ৮১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি রংপুর জেলায় জেডসিএফের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত এবং কার্যকর করতে ভূমিকা রাখবে।