পাবনার ঈশ্বরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বীরু মোল্লা (৪৮) নামে এক ইউনিয়ন বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে। তিনি লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বীরু মোল্লা ও তাঁর চাচাতো ভাই জহুরুল মোল্লার মধ্যে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার জহুরুল মোল্লা বিরোধপূর্ণ ওই জমি থেকে মাটি কাটতে শুরু করেন। বিষয়টি জানতে পেরে বুধবার সকালে বীরু মোল্লা কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যান এবং জমি নিয়ে কথা বলার চেষ্টা করেন।
কথাবার্তার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জহুরুল মোল্লা ও তাঁর ছেলে প্রথমে ফাঁকা গুলি ছুড়ে উপস্থিত লোকজনকে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যেতে বলেন। তবে তারা ঘটনাস্থল ত্যাগ না করায় কিছুক্ষণ পর আবারও তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় একটি গুলি বীরু মোল্লার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আলোচনার জন্য বীরু মোল্লা ওই বাড়িতে গিয়েছিলেন। কিন্তু বাড়ির ভেতর থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ