বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি এবং মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় অমর একুশে বইমেলা–২০২৬-এর সময়সূচি চূড়ান্ত করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরে বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বইমেলার তারিখ ও উদ্বোধনী সময়সূচির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অমর একুশে বইমেলার উদ্বোধন আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
এ জরুরি সভায় সভাপতিত্ব ও উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। এছাড়া বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বাংলা একাডেমির বিভিন্ন পরিচালক, প্রকাশক সমিতির প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
সভায় বইমেলার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, প্রকাশকদের অংশগ্রহণ, পাঠক সমাগম এবং মেলার সুষ্ঠু ও সুন্দর আয়োজন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত বক্তারা অমর একুশে বইমেলাকে দেশের সর্ববৃহৎ সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন হিসেবে উল্লেখ করে এর মান ও পরিসর আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ