নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় পলওয়েল কনভেনশন সেন্টারে ১৯ ডিসেম্বর ( শুক্রবার) রাতে এক জমকালো আয়োজনের মাধ্যমে এই এওয়ার্ড অনুষ্ঠান দেশের খ্যাতিমান ব্যক্তি, ব্যবসায়িক প্রতিষ্ঠান,সফল উদ্যোক্তা ও বিনোদন শিল্পীদের মধ্যে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আপেল মাহমুদ, অতিরিক্ত ডিআইজি (কক্সবাজার),বাংলাদেশ টুরিস্ট পুলিশ, কক্সবাজার সার্কেল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা শহিদুল হক হারুন, বিশিষ্ট অভিনেতা ও সাবেক অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ডি, এ তায়েব, তারকা এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ মাসুম বিল্লাহ ফারদিন, মোঃ রুহুল আমিন সালমান, ইঞ্জিনিয়ার মোঃ জাবির বিশ্বাস, মোহাম্মদ বিপ্লব শরীফ প্রমুখ।
বিভিন্ন ক্যাটেগরিতে প্রায় শতাধিক অ্যাওয়ার্ড প্রদান করা হয় যার মধ্যে আজীবন সম্মাননা প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক দেলোয়ার হোসেন ঝন্টুকে। সামাজিক ও মানবিক কাজ করার জন্য সম্মাননা প্রদান করা হয় মোঃ হুমায়ুন সরকারকে।
সম্মাননা পদক পাওয়াই মোঃ হুমায়ুন সরকার বলেন আমি মানবিক কাজগুলো দীর্ঘদিন যাবৎ করে আসছি, সমাজের অবহেলিত, অসহায়, হতদরিদ্র মানুষের পাশে থাকতে পারি এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আজকে লতা হারবাল নিবেদিত সুহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড থেকে যে সম্মাননা আমাকে প্রদান করা হয়েছে তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, এই সম্মাননা আমাকে আরো অনুপ্রেরণা দিবে, ইনশাল্লাহ আমি সব সময় মানুষের পাশে থাকতে চাই।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি (কক্সবাজার) মোঃ আপেল মাহমুদ বলেন সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে, অনুষ্ঠানটিতে বিভিন্ন ক্যাটাগরিতে দেশের ব্যবসায়িক পরিমণ্ডলে উদ্যোক্তা ও সফল প্রতিষ্ঠানগুলোর কঠোর পরিশ্রম এবং ব্যতিক্রমী অবদানের স্বীকৃতি হিসেবে লতা হারবাল নিবেদিত ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করেছে।
অনুষ্ঠানের আয়োজক সুহানা ফ্যাশন এবং হোস্ট লুবনা আকতার বলেন, লতা হারবাল সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫ দেশের ব্যবসায়ী সমাজকে এক ছাদের নিচে নিয়ে এসে পারস্পরিক সহযোগিতা ও নেটওয়ার্কিং-এর সুযোগ তৈরি করবে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ