শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

তারেক রহমানকে স্বাগত জানাতে জাতীয় স্মৃতিসৌধে ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮k Time View  
  •                                      
                                   
                               

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। শুক্রবার (২৬ ডিসেম্বর) তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকা কঠোর নিরাপত্তার আওতায় আনা হয়েছে।

এ উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। সাময়িকভাবে স্মৃতিসৌধের মূল ফটক বন্ধ রেখে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে নবীনগরের স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলোকুর রহমান বলেন, তারেক রহমানকে স্বাগত জানাতে ছাত্রদল সম্পূর্ণ প্রস্তুত। আমরা এখন নেতার আগমনের অপেক্ষায় রয়েছি।সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। স্থানীয় পর্যায়ে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার হোসেন আনু বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে সকাল থেকেই স্মৃতিসৌধের পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।

ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, তারেক রহমানের আগমনকে ঘিরে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহস্রাধিক সদস্যের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে এবং পুরো এলাকা নজরদারিতে রাখা হয়েছে।এদিকে সকাল থেকেই শীত উপেক্ষা করে সাভার, আশুলিয়া ও ঢাকার ধামরাই থেকে বিএনপির নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জড়ো হতে শুরু করেছেন। ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102