
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ তার সফর ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও তার আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমানকে স্বাগত জানাতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে স্মৃতি সৌধের সামনে। দেশের মাটিতে পা রাখায় দলের মধ্যে আমূল পরিবর্তন আসবে বলে এমনটাই মনে করেন নেতাকর্মীরা।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল বেলা ১২ টার দিকে প্রিয় মাতৃভূমিতে পা রাখেন। স্বদেশ প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনে বাদ জুম্মা দলটির প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পরেই মহান জাতীয় স্মৃতিসৌধের বেদীতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকাল ৫টা ৬ মিনিটে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী ও ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
পরবর্তী তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতি সৌধে এসে পৌঁছাতে পেরেছেন রাত ১০ টার দিকে।
এদিকে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। এছাড়া মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন স্মৃতি সৌধ কর্তৃপক্ষ। এছাড়া নিরাপত্তার জন্যও বাড়তি প্রস্তুতি নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। স্বদেশ প্রত্যাবর্তনে দলটির মধ্যে এক আমূল পরিবর্তন আসবে বলে মনে করেন বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন
সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন সরকার, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন মোল্লা, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মো: নজরুল ইসলাম,আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, জিয়া মঞ্চ থানা কমিটির সদস্য সচিব রিপন শিকদার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আপেল মাহমুদ হান্নান ভুঁইয়া, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী এম এ কালাম মাদবর,বিএনপি নেতা নাজির উদ্দিন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও উচ্ছুক জনতা।