বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে অফিস কার্যক্রম শুরু করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪২ মিনিটে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান। দীর্ঘ সময় পর তার এ উপস্থিতিকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
গুলশান কার্যালয়ে পৌঁছালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন। তারা করতালি ও শুভেচ্ছার মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান।
এ উপলক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, তারেক রহমানের গুলশান কার্যালয়ে আগমন দলের নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারেক রহমান গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়ে আসছেন। এখন সরাসরি কার্যালয়ে এসে দাপ্তরিক কার্যক্রম শুরু করায় দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় উপস্থিতি আগামী দিনে দলের কর্মসূচি ও আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ