সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

‎হবিগঞ্জে র‌্যাবের অভিযানে ৯৪ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৭k Time View  
  •                                      
                                   
                               

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ একটি অভিযান পরিচালনা করে চুরানব্বই হাজার শলাকা বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।‎র‌্যাব সূত্র জানায়,গতকাল শনিবার দুপুরে সিলেট থেকে ঢাকাগামী একটি নোয়াহ যাত্রীবাহী গাড়িতে বিদেশি সিগারেট পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। শায়েস্তাগঞ্জ থানাধীন সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণডোরা এলাকায় চেকপোস্ট স্থাপন করে গাড়িটি তল্লাশি করা হয়।
‎‎গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা গাড়িতে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট থাকার কথা স্বীকার করেন। তল্লাশি করে গাড়ি থেকে খাকি রঙের তিনটি কার্টুন ও একটি ট্রলি ব্যাগ থেকে চুরানব্বই হাজার শলাকা সিগারেট উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন-ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার পরনিখলা গ্রামের মোশারফ হোসেন (২৬),ব্রাহ্মণবাড়িয়া জেলার শরাইল ইপজেলার আকিতারা গ্রামের তানভীর আহমেদ শামীম (৪২)।
‎‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে এসব সিগারেট সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের জন্য বহন করছিলেন।‎‎গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।‎র‌্যাব-৯ জানিয়েছে, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102