আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই বলেও জানানো হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন ইসি সচিব আখতার আহমেদ। মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি বলেন, “না, সময় বাড়ানো হচ্ছে না।” কমিশনের নির্ধারিত সময়ের মধ্যেই সকল প্রার্থী ও রাজনৈতিক দলকে মনোনয়নপত্র জমা দিতে হয়েছে বলে জানান তিনি।
ইসি সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ সোমবার। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত সারাদেশের বিভিন্ন আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। নির্ধারিত সময়ের পর আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।
আজ সারাদিনে মোট কতটি মনোনয়নপত্র জমা পড়েছে—এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, সারাদেশ থেকে প্রাপ্ত মনোনয়নপত্রের তথ্য এখনো সংকলনের কাজ চলমান রয়েছে। সব তথ্য একত্রিত করে যাচাই-বাছাই শেষ হলে রাত ১০টার দিকে মোট জমা পড়া মনোনয়নপত্রের সংখ্যা গণমাধ্যমকে জানানো হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরবর্তী ধাপে মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল ও প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কমিশনের লক্ষ্য হলো নিরপেক্ষ, সুষ্ঠু ও সময়মতো নির্বাচন ও গণভোট সম্পন্ন করা। এ জন্য পূর্বঘোষিত তফসিল অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হবে বলেও জানানো হয়।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ