মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

দেশ ও মানুষের কল্যাণে আমার মা নিজের জীবন উৎসর্গ করেছেন

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৬k Time View  
  •                                      
                                   
                               

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার জ্যেষ্ঠ পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার মা নিজের সমগ্র জীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে উৎসর্গ করে গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান লিখেছেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য পথপ্রদর্শক। তার নেতৃত্বে গণতন্ত্রের প্রতিষ্ঠা, জনগণের অধিকার রক্ষা এবং স্বৈরাচার ও দমননীতির বিরুদ্ধে অবিরাম সংগ্রামের চিত্র স্পষ্টভাবে দেখা গেছে। আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু দেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতার সৃষ্টি করেছে।

তারেক রহমান তার পোস্টে বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ এবং ‘বাংলাদেশের মা’ হিসেবে অভিহিত করে বলেন, আজ দেশ এমন একজন অভিভাবককে হারাল যিনি আজীবন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি তার মায়ের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে লিখেছেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম জিয়ার নেতৃত্ব ছিল নিরবিচ্ছিন্ন ও আপোষহীন।

রাজনৈতিক পরিচয় ছাড়িয়ে তিনি ছিলেন পরিবারের এক মমতাময়ী অভিভাবক এবং কঠিন সময়ে শক্তি ও সাহসের উৎস। দীর্ঘ সময় কারাবাস, গ্রেপ্তার এবং চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও তিনি কখনও দেশপ্রেম ও অদম্য সাহস থেকে বিচ্যুত হননি। তারেক রহমান তার মায়ের ব্যক্তিগত জীবনের ত্যাগও তুলে ধরেন, উল্লেখ করে যে দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে তিনি স্বামী ও সন্তানকে হারিয়েছেন, এবং সবসময় দেশের মানুষকে নিজের পরিবারের সমান মনে করেছেন।

তিনি আরও উল্লেখ করেছেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বের মাধ্যমে জনগণ শিক্ষা পেয়েছে যে, কঠিন সময়ে ধৈর্য, নৈতিকতা এবং সততা রক্ষা করাই প্রকৃত রাজনীতির পরিচয়। তার অবিস্মরণীয় সংগ্রাম, জনসেবা এবং অসামান্য নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শোকের এই মুহূর্তে তারেক রহমান পরিবারের প্রতিটি সদস্যকে ধৈর্য ও সাহসের শক্তি দিতে তার মায়ের আদর্শকে আলোকবর্তিকা হিসেবে বর্ণনা করেছেন।

বার্তার শেষ অংশে তিনি দেশবাসীর কাছে তার মায়ের জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা এবং বিশ্বজুড়ে যে শ্রদ্ধা প্রদর্শিত হচ্ছে, তার জন্য তিনি এবং তার পরিবার চিরকৃতজ্ঞ। তারেক রহমান তার মায়ের শেষ বিদায়ে অংশ নিতে এবং পরিবারের পাশে থাকতে দেশবাসীর সমর্থন ও দোয়া কামনা করেছেন।

তিনি বলেন, এই দুঃসময়ে দেশের প্রতিটি মানুষ যেন এক হয়ে বেগম খালেদা জিয়ার জীবদ্দশায় প্রতিষ্ঠিত গণতান্ত্রিক মূল্যবোধ ও জনসেবার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে, এবং তাঁর আদর্শকে নতুন প্রজন্মের কাছে প্রেরণা হিসেবে তুলে ধরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102