শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল ইতিবাচক: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৩k Time View  
  •                                      
                                   
                               

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক মহলে ইতিবাচক সাড়া মিলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছে বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরা শহরের নান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় শফিকুল আলম উল্লেখ করেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, “আমরা চাই দেশের সব জনগোষ্ঠী—মুসলমান ভাই-বোন, হিন্দু ভাই-বোন, পাহাড়ি ও বাঙালি—সবাই যেন ভয়ভীতি ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এ লক্ষ্যে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করছে।”

নির্বাচন প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরে প্রেস সচিব জানান, মাগুরা জেলার মোট ৩০১টি ভোটকেন্দ্রকে জানুয়ারি মাসের মধ্যেই সরাসরি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। এর পাশাপাশি ইতোমধ্যে জেলায় প্রায় ৮০০ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি বলেন, “শুধু মাগুরা নয়, সারা দেশেই ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে। অনেক এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করে দায়িত্ব পালন করবেন, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।”

রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে শফিকুল আলম আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও দলটি ক্ষমতায় থাকাকালে একদলীয় ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করেছিল। তিনি অভিযোগ করেন, সে সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট না হলে অনেক ক্ষেত্রেই চাকরি কিংবা সুযোগ-সুবিধা পাওয়া যেত না।

এছাড়া তিনি বলেন, “বর্তমানে দেশের বাইরে থেকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ভয়ংকর মিথ্যাচার চালাচ্ছে। ৩ হাজার পুলিশ সদস্য হত্যার মতো বিষয়গুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।” তিনি আরও দাবি করেন, এসব মিথ্যাচার দিয়ে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ আর নেই এবং দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন।

মন্দির পরিদর্শনকালে এ সময় উপস্থিত ছিলেন নিতাই গৌড় গোপাল সেবাশ্রমের অধ্যক্ষ চিন্ময়ানন্দ দাস ব্রহ্মচারী, তরুণ ভৌমিকসহ সেবাশ্রমের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রেস সচিব তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102