হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মানহা (১৪ মাস) নামের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।মৃত মানহা কুর্শী ইউনিয়নের বাজকাশারা গ্রামের জুয়েল মিয়ার মেয়ে।শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলার সময় মানহা সবার অগোচরে নিখোঁজ হয়।
অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত ইসলাম সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। শিশুটির মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ