স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে ছোট ভাইকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাব-৯ জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে হত্যার ঘটনায় অভিযুক্ত মো. ওবায়েদ মিয়া (২০) কে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি লাখাই উপজেলার বামৈ পশ্চিম পাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে।র্যাবের ভাষ্য অনুযায়ী, গত ২ জানুয়ারি পারিবারিক জমিতে ঘর নির্মাণ নিয়ে বড় ভাই জুনাইদ মিয়া ও পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওবায়েদ মিয়া ইট দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জুনাইদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর লাখাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওবায়েদ মিয়াকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-৯–এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “হত্যা, ধর্ষণ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জঙ্গিবাদ দমনে র্যাব-৯ সবসময় সক্রিয়। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ