ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বড়দা এলাকায় রাতের গভীরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার নীরব সাক্ষী হয়ে রইল। আজ রবিবার (৪ জানুয়ারি ২০২৬) গাড়াগঞ্জ–মদনপুর সড়কের পুরাতন ও ঝুঁকিপূর্ণ বড়দা ব্রিজে ঘটে যায় হৃদয়বিদারক ঘটনা।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাল বোঝাই একটি ট্রাক রাত আনুমানিক ১.০০ ঘটিকার সময় ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
মুহূর্তের মধ্যেই ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচের নদীতে ছিটকে পড়ে। রাতের অন্ধকারে কয়েক সেকেন্ডের সেই বিভীষিকাময় দৃশ্য যেন সবকিছু থামিয়ে দেয়।দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে অভিযান চালায়। দীর্ঘ চেষ্টার পর ট্রাকে থাকা দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বড়দা ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সংকীর্ণ ব্রিজ, দুর্বল রেলিং এবং পর্যাপ্ত সতর্কতা সংকেতের অভাব বারবার দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। রাতের গভীর অন্ধকার সহ কুয়াশার মতো প্রতিকূল আবহাওয়ায় এই ব্রিজ দিয়ে ভারী যান চলাচল যেন মৃত্যুকে ডেকে আনে।এ মর্মান্তিক দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলেছে—কত প্রাণ ঝরলে পুরাতন ও ঝুঁকিপূর্ণ ব্রিজ সংস্কার বা নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে? স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বড়দা ব্রিজ আরও বহু পরিবারের কান্নার কারণ হয়ে উঠতে পারে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ