বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আরও বাড়ল স্বর্ণের দাম একদাম ১৮৫০, দামাদামি করলে ২ হাজার! টঙ্গীবাড়িতে সিলিন্ডার গ্যাস বিক্রেতা ওসমান হাদি হত্যাকাণ্ডে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিসেবল বৈষম্যবিরোধী ছাএ আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোঃ সিরাজুল ইসলাম সরকার যুগ্ম আহবায়ক নির্বাচিত ‎চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ২১ কেজি গাঁজা জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে করিমগঞ্জে ২ কেজি গাঁজা জব্দ,আটক ১ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বেড়ায় দোয়া মাহফিল সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে কারখানায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের

নির্বাচন বানচালের চেষ্টাকারীরা ব্যর্থ হবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪k Time View  
  •                                      
                                   
                               

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত বা বানচাল করার চেষ্টা করবেন, তারা এতে ব্যর্থ হবেন। তিনি আরও জানান, এ ধরনের অবৈধ বা অশান্তিপূর্ণ কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর এবং সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনীকে মাঠ পর্যায়ে সমন্বিতভাবে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।’ তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে অটল ও প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আরও বলেন যে, ভোট কেন্দ্রসহ যে কোনো স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার যে কোনো চেষ্টা অবিলম্বে প্রতিরোধ করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো মুহূর্তে প্রবেশ ও ব্যবস্থা গ্রহণে সক্ষম থাকবে।

তিনি উল্লেখ করেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হচ্ছে, এবং জনগণ যাতে নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, তিনি নির্বাচনী প্রক্রিয়ায় যে কোনো ধরনের হস্তক্ষেপ রোধে কঠোর নজরদারি, মাঠ পর্যায়ে মনিটরিং ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের গুরুত্বেও জোর দেন।

এই ধরনের পদক্ষেপের মাধ্যমে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করতে চাইছে যে, দেশের জনগণ নির্বিঘ্নে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন এবং নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102