
বৈষম্যবিরোধী ছাএ আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোঃ সিরাজুল ইসলাম সরকার যুগ্ম আহবায়ক নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’শাখার আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন এর ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, দৈনিক ঢাকা বানী পএিকার স্টাফ রিপোর্টার,ঢাকা প্রেস ক্লাবের সদস্য মোঃ সিরাজুল ইসলাম সরকার। রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে আরাফাত হোসেন ইয়াছিনকে আহবায়ক, আবদুল্লাহ আল জুবায়েরকে সদস্য সচিব, আবদুস সালাম দিপুকে মূখ্য সংগঠক,জেবা রেজওয়ানাকে মুখপাত্র নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া কমিটিতে অন্য অন্যদের মধ্যে যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান,আবু বক্কর সিদ্দিক,নিশাত রহমান,সাঈদ রাকিব ও নাদিমুল হক। মোঃ সিরাজুল ইসলাম সরকারকে যুগ্ম আহবায়ক নির্বাচিত করায় তিনি মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং সকলের কাছে দোয়া কামনা করেন।একই সাথে তিনি বেষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার মূখ্য সংগঠক ওমর ফারুক যুবরাজ কেন্দ্রীয় সেল সম্পাদক ও সদস্য সচিব আতিক শাহরিয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মাশরাফি সরকারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।এবং ধন্যবাদ জানান। তিনি বলেন সবাই দোয়া করবেন যেন আগামী দিনগুলোতে আমি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ও সুন্দর ভাবে পালন করতে পারি। আমি সকলের সহযোগিতা কামনা করি।