
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উত্তরাঞ্চলের ৯টি জেলা সফরের কর্মসূচি গ্রহণ করেছেন। আগামী রোববার, ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই সফর চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
চূড়ান্ত সফরসূচি অনুযায়ী, ১১ জানুয়ারি তারেক রহমান টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া জেলা সফর করবেন। ওই দিন বগুড়ায় রাত্রিযাপনের পর পরদিন, ১২ জানুয়ারি তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এরপর ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে তিনি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করবেন এবং দিন শেষে পুনরায় রংপুরে ফিরে রাত্রিযাপন করবেন। সফরের শেষ দিন, ১৪ জানুয়ারি তিনি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় প্রত্যাবর্তনের মাধ্যমে এই সফর সম্পন্ন করবেন।
এই সফরের আওতায় তারেক রহমান দেশের বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন। কর্মসূচির মধ্যে রয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ, তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল। পাশাপাশি আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও খোঁজখবর নেওয়ার বিষয়টিও সফরসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।
সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের উদ্দেশে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, এই সফর মূলত ধর্মীয় ও সামাজিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। চিঠিতে আরও স্পষ্ট করে বলা হয়, সফরকালে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারি করা নির্বাচনী আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না। একই সঙ্গে সফরকে সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ সার্বিক সহযোগিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।