শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন

১৯ বছর পর বগুড়ায় তারেক রহমান পৈতৃক জেলা দিয়ে শুরু ঢাকার বাইরের প্রথম সফর

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১২k Time View  
  •                                      
                                   
                               

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী রোববার বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ১৯ বছর পর দলের প্রধান হিসেবে পৈতৃক জেলা সফরে আসছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম (বাদশা)।লন্ডনে প্রায় দেড় যুগ নির্বাসন শেষে দেশে ফেরার পর এটি হবে তারেক রহমানের ঢাকার বাইরে প্রথম রাজনৈতিক সফর। ফলে এই সফরকে ঘিরে বগুড়াসহ উত্তরাঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথম বারের মতো বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী হয়েছেন তারেক রহমান। একই সঙ্গে তিনি ঢাকা–১৭ আসন থেকেও দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
বগুড়ার গাবতলী উপজেলায় অবস্থিত তাঁর পিতা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি। এই জেলার সঙ্গেই জড়িয়ে আছে বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস।
১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসন থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন।দলীয় সূত্র জানায়, ২০০৬ সালের পর এটিই তারেক রহমানের প্রথম বগুড়া সফর। সফরসূচি অনুযায়ী, আগামী ১১ জানুয়ারি সকালে তিনি গুলশানের বাসা থেকে বগুড়ার উদ্দেশে রওনা হবেন। বগুড়ায় পৌঁছে ওই দিনই তিনি রাত্রিযাপন করবেন।
পরদিন বগুড়া জেলা বিএনপির উদ্যোগে সদ্যপ্রয়াত দলের চেয়ারপারসনের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। পরে সড়কপথে তিনি রংপুরে যাবেন, যেখানে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে।দলীয় নেতারা বলছেন, এই সফর বিএনপির সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রস্তুতিতে নতুন গতি আনবে। বগুড়ার রাজনীতিতে তারেক রহমানের আগমন ঘিরে ইতোমধ্যে সৃষ্টি হয়েছে বাড়তি রাজনৈতিক উত্তাপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102