
যেখানেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র হবে সেখানেই প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।মির্জা আব্বাস বলেন, একটা চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে। কিন্তু কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেওয়া হবে না। যেখানেই ষড়যন্ত্র হবে সেখানেই প্রতিহত করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দেশে আসতে দেওয়া হবে না। আনার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে। এ দেশের মানুষই তা প্রতিহত করবে। দলীয় নেতাকর্মীদের কোনো উসকানিতে পা না দেওয়ার পরামর্শ রইল।মির্জা আব্বাস বলেন, গণতন্ত্রের জন্য, সুষ্ঠু ভোটের জন্য লড়াই করেছেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। পৃথিবীর ইতিহাসে বিরল ও সবচেয়ে বড় জানাজা হয়েছে। অথচ তিনি জেলের ভেতরেও অত্যাচারিত হয়েছেন।
শেখ হাসিনা যা কিছু ছিনিয়ে নিতে চেয়েছেন, তার কিছুই নিতে পারেননি। ওনার জানাজায় লাখো মানুষের সমাগমই তা প্রমাণ করেছে।বিএনপির বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, দলীয় নেতাকর্মীরা প্রতারণা না করলে আমিও জয় লাভ করব। সারা দেশে বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না। দেশের মানুষ এ মুহূর্তে বিএনপি ছাড়া অন্যকোনো দলকে গ্রহণ করছে না। যে জোয়ার আছে তাতে বিএনপিই জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।