রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ

আশুলিয়ায় ০১ জন ডাকাত/ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার।

সাভার উপজেলা
                                             
  •   Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৬k Time View  
  •                                      
                                   
                               

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) , এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ সংগীয় অফিসার ও ফোর্স সহ গত ১০/০১/২০২৬ খ্রি. তারিখ রাত ২২:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকা হইতে ডাকাত/ছিনতাইকারী দলের সদস্য ১। মোঃ মিনহাজ আলী মুন্সি (২৭), পিতা—মোঃ সাবেদ আলী মুন্সি, মাতা—মোহরজান বেগম, সাং—গাজিরচট মুন্সিপাড়া, থানা—আশুলিয়া, জেলা—ঢাকাকে গ্রেফতার করেন।

ধৃত ডাকাত/ছিনতাইকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ডাকাত/ছিনতাইকারী ঢাকা সাভার, আশুলিয়া, ধামরাই থানা এলাকায় ছিনতাই/চুরি/ডাকাতি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।উল্লেখ্য যে ধৃত আসামীর সিডিএমএস পর্যালোচনা করলে দেখা যায় আসামী মোঃ মিনহাজ আলী মুন্সি (২৭) এর বিরুদ্ধে ১ টি ডাকাতি মামলা রয়েছে।উক্ত ডাকাত/ছিনতাইকারীর বিরুদ্ধে ধামরাই থানার মামলা নং-২৭, তারিখ-২৭/০৬/২০২৪ খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোডে গ্রেফতার দেখানো পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102