সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
টঙ্গীবাড়িতে হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার বিদেশি মেশিনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরির সময় যুবক আটক ইরানের পরিস্থিতি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’, সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজছেন ট্রাম্প: আরাঘচি টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা শিক্ষা কি এখন কেনাবেচার পণ্য? গোবিন্দগঞ্জে প্রশ্নবিদ্ধ এক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম গোপালপুরে পানির হাউসে ডুবে স্কুলছাত্রের মৃত্যু ‎মাধবপুরে র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা সরকার কোনো দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না: প্রেস সচিব ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা

গোপালপুরে পানির হাউসে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

টাঙ্গাইল জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১১k Time View  
  •                                      
                                   
                               

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভাদাই গ্রামে পানির হাউসে ডুবে জিছান (৮) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (১১ জানুয়ারি) বিকেলে স্থানীয় একটি মসজিদের পানির ট্যাংক থেকে তার নিথর মৃতদেহ উদ্ধার করা হয়।নিহত জিছান ভাদাই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় সোনামুই কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে জিছান তার মায়ের সঙ্গে স্কুলে যায়।স্কুল চলাকালীন সময় তীব্র পানির তৃষ্ণা পেলে সে কাউকে কিছু না জানিয়ে পাশের একটি মসজিদের টিউবওয়েলে পানি পান করতে যায়। ধারণা করা হচ্ছে, পানি পান করার একপর্যায়ে পা পিছলে টিউবওয়েল সংলগ্ন গভীর পানির হাউসে পড়ে যায় সে।দীর্ঘ সময় জিছানকে ক্লাসে না দেখে শিক্ষক ও সহপাঠীরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বিষয়টি স্বজনদের জানানো হলে তারা স্কুল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় তল্লাশি চালান।নিখোঁজ হওয়ার প্রায় সাত ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে ওই পানির হাউসের ভেতরে জিছানের দেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শান্ত ও মেধাবী এই শিশুর অকাল মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। একমাত্র সন্তানকে হারিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন তার মা।

সোনামুই প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক আব্দুল হাকিম এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা।আমরা জিছানের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”এদিকে স্থানীয় বাসিন্দারা স্কুল, মসজিদসহ জনসমাগমপূর্ণ স্থানে খোলা পানির ট্যাংক ও হাউস দ্রুত ঢেকে রাখার দাবি জানিয়েছেন। তাদের মতে, অবহেলার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতেও এমন প্রাণহানি আরও ঘটতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102