
আইসিসির একাধিক অনুরোধ সত্ত্বেও আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কার বিষয়টি আবারও আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দিয়েছে বোর্ড। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো নিরপেক্ষ দেশে আয়োজন করার দাবি পুনর্ব্যক্ত করেছে বিসিবি।
আজ মঙ্গলবার দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সের পর বিসিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বৈঠকে বিসিবির প্রতিনিধিদলে ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ভারতের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বিসিবির পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়, ক্রিকেটার, কোচিং স্টাফ এবং দলের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই বিবেচনায় ভারতে দল পাঠানোর বিষয়ে আগে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা থেকে সরে আসার কোনো সুযোগ নেই বলে আইসিসিকে জানানো হয়।
আইসিসির পক্ষ থেকে বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বৈঠকে উল্লেখ করেছে যে, টি–টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এবং আয়োজন সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতি অনেক দূর এগিয়েছে। তবে এসব বিষয় সত্ত্বেও বিসিবি তাদের আগের সিদ্ধান্তেই অটল থাকার কথা জানিয়েছে।
বিসিবি আবারও প্রস্তাব দিয়েছে, যদি সম্ভব হয় তাহলে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হোক। বোর্ডের মতে, এতে করে খেলোয়াড়দের মানসিক স্বস্তি বজায় থাকবে এবং দল পুরো মনোযোগ দিয়ে বিশ্বকাপে অংশ নিতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সংকটের একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে দুই পক্ষই একমত হয়েছে। আগামী দিনগুলোতে আইসিসি ও বিসিবির মধ্যে আরও বৈঠক ও যোগাযোগ হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নয়ন ও আলোচনার ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।