ঘন কুয়াশার প্রভাবে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চলাচলকারী বিমানগুলোর শিডিউল এলোমেলো হয়ে যাওয়ায় প্রবাসী যাত্রীদের বিশেষ নির্দেশনা দিয়েছে মালেতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, বর্তমানে ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে মালদ্বীপ এবং মালদ্বীপ থেকে ঢাকাগামী বিভিন্ন ফ্লাইট সময়মতো উড্ডয়ন ও অবতরণ করতে পারছে না। অনেক ক্ষেত্রেই বিমান চলাচলে দীর্ঘ বিলম্ব ঘটছে।
এই পরিস্থিতিতে ভোগান্তি এড়াতে মালদ্বীপে অবস্থানরত বা বাংলাদেশে যাওয়ার অপেক্ষায় থাকা প্রবাসী যাত্রীদের বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রার আগে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ সময় জেনে নেওয়ার জন্য অনুরোধ করেছে দূতাবাস। নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছানোর আগে ফ্লাইটের সময়সূচি নিশ্চিত হওয়া যাত্রীদের জন্য জরুরি।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ