ঝিনাইদহ জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করার অংশ হিসেবে শৈলকুপা উপজেলায় ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) রাতের অভিযানে ফুলহরি ইউনিয়নের চরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত যুবকের নাম সোহেল রানা (২৫)। তিনি ফুলহরি চরপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
ডিবি পুলিশের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরপাড়ার ইসরাইল বিশ্বাসের বাঁশবাগান সংলগ্ন একটি মেঠো রাস্তার ওপর থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।এসময় সোহেল রানার সঙ্গে থাকা একটি লাল রঙের শপিং ব্যাগ তল্লাশি করে ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ হাজার টাকা বলে জানায় পুলিশ।
ডিবি পুলিশের ওসি মো. আব্দুল হাশেম জানান, এসআই মো. মুরাদুজ্জামানের নেতৃত্বে ডিবির ১ নম্বর টিম মাদকবিরোধী অভিযানে অংশ নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ