বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কের সমাধান ইসিকেই করতে হবে: আমির খসরু

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪k Time View  
  •                                      
                                   
                               

পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে, তার স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু সমাধান নিশ্চিত করার পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি)—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন নিয়ে জনগণের আস্থা ধরে রাখতে হলে এ ধরনের বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে এবং নির্বাচন কমিশনকে স্পষ্ট ব্যাখ্যা ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ কেন ভাঁজের মধ্যে পড়ছে—এ নিয়ে প্রশ্ন তুলে আমির খসরু বলেন, “কেন ঠিক এই জায়গায় প্রতীকটি পড়ছে, এর ব্যাখ্যা নির্বাচন কমিশন ছাড়া আর কেউ দিতে পারবে না। আমরা আশা করি, ইসি শুধু এর কারণ ব্যাখ্যা করেই দায়িত্ব শেষ করবে না, বরং ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো অনিয়ম বা বিভ্রান্তির সুযোগ না থাকে, সেজন্য কার্যকর প্রতিকারমূলক ব্যবস্থা নেবে। নির্বাচন নিয়ে যেন কোনো ধরনের প্রশ্ন বা সন্দেহ তৈরি না হয়, সেটাই সবার কাম্য।”

তিনি আরও বলেন, বিএনপি সব সময় একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। “বাংলাদেশের মানুষ গত প্রায় ২০ বছর ধরে প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তারা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। আজ দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, কবে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং নিজেদের প্রতিনিধি নিজেরাই বেছে নিতে পারবে।”

প্রার্থীদের নিরাপত্তাহীনতা প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, “যদি কোথাও নিরাপত্তাহীনতার প্রশ্ন উঠে থাকে, তাহলে এর দায়িত্ব সরকারকেই নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপরই এ দায়িত্ব বর্তায়। আমরা চাই সব রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মীরা যেন নিরাপদ পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারে। আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা অবশ্যই তা করব।”

তিনি আরও বলেন, দেশের মানুষ একটি নির্বাচিত সংসদ ও জনগণের কাছে দায়বদ্ধ সরকার দেখতে চায়। “বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে বসবাস করছে। তারা এই অবস্থা থেকে মুক্তি চায়। সেই মুক্তির একমাত্র পথ হলো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন। নির্বাচন যত বেশি সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, জনগণের অধিকার তত বেশি সুরক্ষিত ও নিশ্চিত হবে।”

এ সময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট সব সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাদের ভূমিকা যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একটি বিশ্বাসযোগ্য নির্বাচনই পারে দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102