বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারম্যানের বৈঠকে কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১k Time View  
  •                                      
                                   
                               

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠকে কোনো রাজনৈতিক এজেন্ডা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই বৈঠকে রাজনৈতিক কোনো এজেন্ডা নেই।’

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এই বৈঠকের মাধ্যমে দেশে ফেরার পর প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাতে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।সরকার ও বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, বৈঠকে বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের জুন মাসে লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সে সময় আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা হয়েছিল বলে জানা যায়।বিএনপি সূত্র জানায়, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল উদ্বিগ্ন। নির্বাচনের আগে এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলেও জানিয়েছে দলটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102