বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না, বাংলাদেশ এমন সিদ্ধান্ত আগেই আইসিসিকে জানিয়ে দিয়েছিল বিসিবি। বাংলাদেশের এমন সিদ্ধান্তের পর বিসিবির সঙ্গে ভার্চুয়াল সভা করে আইসিসি। ওই সভাতেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানায় বাংলাদেশ। বাংলাদেশের অনড় অবস্থা টের পেয়ে বিসিবির সঙ্গে সরাসরি বৈঠক করতে ঢাকায় আসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। আজ তার সঙ্গে আবার সভায় বসে বিসিবি। এই সভাতে অনলাইনে যুক্ত হন আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনাও।
প্রত্যাশিত সময়ে ভিসা না পাওয়ায় বৈঠকে সরাসরি যোগ দিতে পারেননি তিনি। সেখানেও নিজেদের অনড় অবস্থানের কথা পূর্ণ ব্যক্ত করেন বিসিবি।সভা শেষে রাতে বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইসিসির দুই প্রতিনিধির সঙ্গে বিসিবির বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।বিসিবি আবারও আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে তারা বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগও তুলে ধরে, যেখানে দলের নিরাপত্তা, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যমকর্মী ও অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনদের নিরাপত্তার বিষয়টি আইসিসির কাছে বিশেষভাবে উল্লেখ করেছে।
এই বৈঠকে ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সমাধানের উপায় হিসেবে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে স্থানান্তরের অনুরোধ জানিয়েছে বিসিবি। তবে সভা সূত্রে জানা গেছে গ্রুপ পরিবর্তনের বিষয়ে তেমন কোন আলোচনা হয়নি এখানে। কারণ গ্রুপ পরিবর্তনের প্রক্রিয়া অনেক জটিল। বাংলাদেশের ভেন্যু পরিবর্তন করতে হলে অন্য দলগুলোর সম্মতির প্রয়োজন আছে। যা এখনো পায়নি আইসিসি। যে কারণে ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আশা।
বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিসির সঙ্গে তাদের গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার বিষয়ে দুই পক্ষই একমত হয়েছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ