শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সেই বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বললেন আমির হামজা

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১০k Time View  
  •                                      
                                   
                               

প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃতের বিষয়ে ক্ষমা চাইলেন মুফতি আমির হামজা।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি ক্ষমা চান।এর আগে সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, আমির হামজা একটি ওয়াজ মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করছেন।

ফেসবুক পোস্টে আমির হামজা বলেন, প্রিয় দেশবাসী, বক্তব্যটি সম্ভবত ২৩ সালের দিকে বা ১৯ সালের দিকে। আমার তারিখটা মনে নেই। চট্টগ্রামের কোনো জায়গায় তাফসির মাহফিলে নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে ফেলি। ওই সময় আমি এটি সংশোধন করে নিয়েছি ভুল স্বীকার করে।তিনি বলেন, ভুল হলে মানুষ স্বীকার করবে। এর ভেতরে কোনো লজ্জা নেই। আমি ভুল হলে স্বীকার করি, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না। সেই ঘটনার পর আবার যখন এ নিয়ে কথা উঠেছিল আমি আবার লাইভে বলেছিলাম, বিষয়টি আসলে অনাকাঙ্ক্ষিত। এক-দেড় ঘণ্টার ভেতরে এরকম দু-একটা স্লিপ অব টাং হতে পারে।

এ বিষয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে লিখিত প্রতিবাদে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করেছেন। এমন অশালীন, কাণ্ডজ্ঞানহীন ভাষার ব্যবহার একজন ইসলামি বক্তার কাছ থেকে কোনোভাবেই প্রত্যাশা করা যায় না।কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, জেলা বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশনসহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102