
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং সাভারে কর্মরত সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ‘নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। এর আগে গত ১৮ জানুয়ারি জাবির সিনেট হলরুমে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দুই দিনব্যাপী এই আয়োজনে সাভার, আশুলিয়া,ধামরাই এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি’র প্রকাশনা বিষয়ক কর্মকর্তা শায়লা রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সভাপতি মেহেদি হাসান মামুন। এবং আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভি’র স্টাফ রিপোর্টার ওমর ফারুকসহ ৫০ জন সাংবাদিক।কর্মশালায় নির্বাচনকালীন সংবাদ সংগ্রহের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল: নির্বাচনী সংবাদ সংগ্রহের আইনি কাঠামো ও আচরণবিধি। গুজব ও ভুয়া খবর (Fake News) শনাক্তকরণের কৌশল। নির্বাচনকালীন সাংবাদিকের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতকরণ। বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা।
প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করেন আশুলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার নিজস্ব প্রতিবেদক জাহাঙ্গীর আলম রাজু। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন,নির্বাচনকালীন সংবাদ সংগ্রহের চ্যালেঞ্জ মোকাবিলা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আধুনিক কৌশল শিখতে এই প্রশিক্ষণ আমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। মাঠ পর্যায়ে কাজ করার সময় অর্জিত জ্ঞান পেশাদারিত্ব বজায় রাখতে সাহায্য করবে। এছাড়া আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভি’র স্টাফ রিপোর্টার ওমর ফারুক বলেন,এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা আরও দক্ষ ও সচেতন হয়ে উঠবেন। পেশাদারিত্বের সাথে নির্বাচনের সংবাদ পরিবেশন করার মাধ্যমে তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করতে কার্যকর ভূমিকা পালন করবেন।