অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনে কোথাও কোন লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই। প্রশাসন কোনো ভাবেই পক্ষপাতিত্ব করছে না এবং ভবিষ্যতেও করবে না।সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।অর্থ উপদেষ্টা আরও বলেন, “আমরা কোনো প্রার্থীর সঙ্গে কথা বলছি না, জনগণের সঙ্গে কথা বলছি। ভোটের মাঠে জনগণ যেন সমান সুযোগ পায়, সেটি নিশ্চিত করা হবে।”
ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘটনায় নির্বাচনী পরিবেশে প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এরপর কেউ সভা-সমাবেশ করলে তা নির্বাচন কমিশনের নিয়মের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।”ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, মৌলিক সংস্কার বাস্তবায়ন, দেশকে অনিয়ম ও দুর্নীতিমুক্ত করা, বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন দাবির পক্ষে সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
তিনি আরও বলেন, “বিগত ১৫ বছরের তুলনায় দেশ এখন অনেক ভালো অবস্থায় রয়েছে। সে সময় আর্থিক খাত ছিল বিপর্যস্ত। আমরা সেগুলো স্বাভাবিক করার চেষ্টা করছি। ইতোমধ্যে পাঁচটি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতায় আনা হয়েছে। ওই সব ব্যাংকের গ্রাহকরা তাদের অর্থ পাবেন, তবে কিছুটা সময় লাগবে।”অর্থ উপদেষ্টা জানান, বেসরকারি আর্থিক খাত, ব্যাংক ও বীমাসহ অন্যান্য সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বর্তমান সরকার কাজ করছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে তিনি সরকারের একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশার কথা জানান।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খিসার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান, পুলিশ সুপার মো. আবু তারেক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসীম উদ্দীন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ, লক্ষ্মীপুর সেনাবাহিনীর মেজর রাহাত খান, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামসহ অনেকে।সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, গ্রাম পুলিশ, সাংবাদিক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ