
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারতের মাটিতে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে এবার সরাসরি মুখ খুললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রভাবে আইসিসি যদি বাংলাদেশের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়, তবে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন। মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট করেন যে, নিরাপত্তার অজুহাতে ভারত যেমন পাকিস্তানে খেলতে যায়নি, বাংলাদেশেরও বর্তমান প্রেক্ষাপটে ভারতে না যাওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে।
স্কটল্যান্ডকে বাংলাদেশের জায়গায় খেলানোর গুঞ্জনকে ভিত্তিহীন উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘আমার জানামতে এমন কিছু শুনিনি, যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে। আমাদের মূল কথা হচ্ছে, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে… ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি।’
ভেন্যু পরিবর্তনের দাবি না মানলে বাংলাদেশ টুর্নামেন্ট বয়কট করবে কি না, তা সরাসরি না বললেও, ‘বাধ্য করা যাবে না’ শব্দটির মাধ্যমে বড় কিছুরই ইঙ্গিত দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, অযৌক্তিক প্রেশার প্রয়োগ করে বাংলাদেশকে ভারতে পাঠানো যাবে না। এখন দেখার বিষয়, আইসিসি এই জটিল পরিস্থিতির সমাধানে ভারতের প্রভাবের বাইরে গিয়ে বাংলাদেশের জন্য নিরপেক্ষ কোনো ভেন্যুর প্রস্তাব করে কিনা সেটাই এখন দেখার।