
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকাস্থ রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনের একটি সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি, কূটনৈতিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক। এছাড়াও উভয় পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।