বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যাদের ভোটের মাঠে বাস্তব কোনো অবস্থান নেই, এমনকি তিনটি ভোটও জোগাড় করার সক্ষমতা নেই—তারাই আজ বড় গলায় নির্বাচন ঠেকানোর হুমকি দিচ্ছে। তিনি বলেন, এ ধরনের বক্তব্য জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।মঙ্গলবার (২০ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সামনে জাতীয় নির্বাচনের আর মাত্র ২৩ দিন বাকি। অথচ এই গুরুত্বপূর্ণ সময়েও কেউ কেউ প্রকাশ্যে বলছে—এই নির্বাচন হতে দেওয়া হবে না, বাধা দেওয়া হবে, নির্বাচন করতে দেওয়া যাবে না। তিনি বলেন, একটু খোঁজ নিয়ে দেখলেই বোঝা যাবে, এসব বক্তব্য যারা দিচ্ছে তাদের জনসমর্থন কতটা শূন্য। বাস্তবে তাদের তিনটি ভোটও নেই, অথচ তারাই সবচেয়ে বেশি হুমকি দিচ্ছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা নির্বাচনের জন্য মুখিয়ে আছি, আমরা নির্বাচন চাই। আমরা জনগণের কাছে যাব, জনগণের রায়ের ওপরই আমাদের ভবিষ্যৎ নির্ভর করবে। জনগণ যদি আমাদের সমর্থন দেয়, আমরা সরকার গঠন করব। আর যদি জনগণ না চায়, তাহলে আমরা বিরোধী দলে বসব। এটাই গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। আগেভাগে নির্বাচন বন্ধের হুমকি, ভয়ভীতি আর অস্থিরতা তৈরির কোনো যুক্তি নেই।
তিনি বলেন, সবচেয়ে বেশি ষড়যন্ত্র করছে তারাই, যারা একসময় এই বাংলাদেশ রাষ্ট্রকেই স্বীকার করেনি। যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগিতা করেছে, আমাদের মা-বোনদের তুলে দিয়েছে—সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। বহু ত্যাগ, রক্ত আর সংগ্রামের বিনিময়ে আজকের বাংলাদেশ এই পর্যায়ে এসেছে।মির্জা ফখরুল বলেন, সামনে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়েই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। কিন্তু এই সুযোগকে নষ্ট করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সরকার এখন সংস্কারের কথা বলছে এবং এ নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। অথচ বাস্তবতা হলো, সরকারের প্রস্তাবের অন্তত দুই বছর আগেই বিএনপি ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা জাতির সামনে তুলে ধরেছে। তিনি স্পষ্ট করে বলেন, সংস্কারের ধারণা নতুন নয়—এটি বিএনপিরই চিন্তা ও উদ্যোগের ফসল। অন্যরা এখন সেটিকে নিজেদের মতো করে উপস্থাপন করছে।শেষে তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাস করে। আমরা সংঘাত নয়, জনগণের রায়ের মাধ্যমেই পরিবর্তন চাই। জনগণই এই দেশের মালিক, আর জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত—এটাই আমাদের রাজনীতির মূল দর্শন।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ