
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ (মঙ্গলবার) গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও আধুনিক করতে এই বৈঠককে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে কমিশন। এ উপলক্ষে দেশের নিবন্ধিত মোট ৬৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
আজ বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের কার্যক্রম, এর ব্যবহারিক দিক, প্রযুক্তিগত সক্ষমতা, নিরাপত্তা ব্যবস্থা এবং এই অ্যাপের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও কীভাবে সহজ ও বিশ্বাসযোগ্য করা যায়—সেসব বিষয়। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মতামত, পরামর্শ ও উদ্বেগও শোনা হবে বলে জানিয়েছে ইসি।
এই সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনারবৃন্দ, ইসি সচিব এবং কমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে কমিশন।এর আগে আজ বিকাল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস। এ সাক্ষাতে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্বাচন সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারস্পরিক আস্থা বৃদ্ধি, নির্বাচনী পরিবেশ, আচরণবিধি, ভোটগ্রহণ পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।এদিকে, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে আজ মঙ্গলবার সকাল থেকেই মনোনয়নপত্র প্রত্যাহারের কার্যক্রম চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকাল ৫টার পর মোট কতটি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে, সে সংক্রান্ত বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।