শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৯k Time View  
  •                                      
                                   
                               
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল

নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় রয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে কোনো ধরনের নমনীয়তার সুযোগ নেই বলে স্পষ্টভাবে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বাংলাদেশের এই অবস্থান সম্পূর্ণ যৌক্তিক ও বাস্তবসম্মত, এবং এটি কোনো আবেগী সিদ্ধান্ত নয়, বরং দেশের খেলোয়াড়দের নিরাপত্তা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই নেওয়া হয়েছে।

ক্রীড়া উপদেষ্টা আরও জানান, আইসিসি বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত ভেন্যু পরিবর্তনের অনুরোধ যথাযথভাবে বিবেচনা করেনি। তাঁর মতে, এই ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার ভূমিকা প্রত্যাশিত মানের হয়নি এবং তারা বাংলাদেশের প্রতি সুবিচার করেনি। তবে এ সত্ত্বেও আইসিসির ওপর আস্থা রেখে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শেষ পর্যন্ত সংস্থাটি বাংলাদেশের যৌক্তিক দাবি মেনে নেবে।

আসিফ নজরুল বলেন, ‘ভারতে নিরাপত্তা নিয়ে যে শঙ্কা রয়েছে, তা মোটেই কাল্পনিক বা বায়বীয় নয়। বিদ্যমান পরিস্থিতি বিশ্লেষণ করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এমন পরিবেশে বাংলাদেশ দলকে বিশ্বকাপ খেলতে ভারতে পাঠানো হবে না। এ সিদ্ধান্তে কোনো ধরনের পরিবর্তন আনার প্রশ্নই ওঠে না।’ তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ সরকার এই সিদ্ধান্তে ঐক্যবদ্ধ এবং এটি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত হিসেবেই কার্যকর রয়েছে।

তিনি আরও যোগ করেন, ‘আমরা আশা করছি, আইসিসি আমাদের অবস্থান বুঝবে এবং বাংলাদেশ দলকে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো খেলার সুযোগ দেবে। এতে করে যেমন খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক পরিবেশও বজায় থাকবে।’

আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বৈঠকে খেলোয়াড়দের নিরাপত্তা, মানসিক প্রস্তুতি এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে তিনি পুনরায় দৃঢ় কণ্ঠে জানান, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত থেকে বাংলাদেশ কোনোভাবেই সরে আসবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102