কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপিই একমাত্র দল যারা সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় অবিচল। তিনি বলেন, যারা দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ভিনদেশের এজেন্ডা বাস্তবায়ন করেছে, তারা আজ দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের মানুষ আর কোনো দিন ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না; তাই গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর–মানিকপুর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে শেষ পর্যন্ত সমাজের সব শ্রেণি-পেশার মানুষই ক্ষতিগ্রস্ত হয়। ইতিহাস তারই সাক্ষ্য দেয়। তাই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি শুরু থেকেই রাজপথে রয়েছে এবং প্রয়োজনে আজীবন এই সংগ্রাম অব্যাহত রাখবে। তিনি বলেন, বিএনপি শহীদদের আত্মত্যাগ ও জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে দৃঢ়প্রতিজ্ঞ।তিনি আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন নির্বাচনে সবাইকে ভয়ভীতি ও চাপমুক্ত পরিবেশে স্বাধীনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, ভোটই হচ্ছে জনগণের শক্তি, আর সেই শক্তির মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।
বিএনপির রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, দলটি ক্ষমতায় গেলে এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে, যাতে দেশের কোনো মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করতে বাধ্য না হয়। এ লক্ষ্যে বিএনপি একটি বাস্তবসম্মত ও জনকল্যাণমূলক অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছে। নারীর ক্ষমতায়ন ও আর্থিক স্বাবলম্বিতা বাড়াতে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে খাদ্য ও আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, কৃষকদের জন্য চালু করা হবে কৃষি কার্ড, যাতে তারা সহজে সরকারি সহায়তা, ভর্তুকি ও আধুনিক কৃষি উপকরণ পেতে পারে। পাশাপাশি স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ সরকারি ও বেসরকারি হাসপাতালে উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবে। এতে করে স্বাস্থ্যসেবায় বৈষম্য কমবে এবং দরিদ্র মানুষও সম্মানজনক চিকিৎসা পাবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, অতীতেও দিয়েছে এবং ক্ষমতায় গেলে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবে। জনগণের আস্থা ও ভালোবাসাই বিএনপির সবচেয়ে বড় শক্তি।গণসংযোগকালে আরও বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, যুবদলের সভাপতি মোহাম্মদ জাকারিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নেতারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানান।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ