শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

রাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন , উপস্থিতির হার ৮৪.০৪%

রাবি প্রতিনিধি
                                             
  •   Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৫k Time View  
  •                                      
                                   
                               
রাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন , উপস্থিতির হার ৮৪.০৪%

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)শ্রেণির বি ইউনিটের ভর্তি-পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২৪ জানুয়ারি)বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ডিনস্ কমপ্লেক্সের সামনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের আজকের ভর্তি পরীক্ষা সম্পর্কে অবহিত করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, বি ইউনিটের প্রধান সমন্বয়কারী আইবিএ’;র পরিচালক প্রফেসর মো. শরিফুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ।

প্রসঙ্গত, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনা করে এবার ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।আজকের বি ইউনিটের পরীক্ষায় ৩০ হাজার ৮৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ হাজার ৯৫৮ জন উপস্থিত ছিল। শতকরা হিসেবে উপস্থিতির হার ৮৪.০৪।পরে উপচার্য ভর্তি-পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102