রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ১৯ বছর পর তারেক রহমানের আগমনে জনসভা অনুষ্ঠিত হয় ৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে চব্বিশের ছাত্র আন্দোলন: তারেক রহমান সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান আশুলিয়ায় অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার, ৩টি অটোরিকশা উদ্ধার শৈলকুপার লাঙ্গল বাঁধ বাজারে যৌথ বাহিনীর অভিযান রাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন , উপস্থিতির হার ৮৪.০৪% বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি: সালাহউদ্দিন আহমদ পাচগাও শান্তি সংঘ যুব সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি: তারেক রহমান

৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে চব্বিশের ছাত্র আন্দোলন: তারেক রহমান

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৭k Time View  
  •                                      
                                   
                               
৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে চব্বিশের ছাত্র আন্দোলন: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, আর সেই স্বাধীনতার চেতনাকে নতুন করে রক্ষা ও পুনর্জাগ্রত করেছে ২০২৪ সালের ছাত্রদের আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়েই দেশের মানুষ স্পষ্টভাবে পরিবর্তনের বার্তা দিয়েছে। জনগণ এখন একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চায়—যেখানে সবার জন্য মানসম্মত শিক্ষা থাকবে, চিকিৎসা সুবিধা সহজলভ্য হবে এবং মানুষের রাজনৈতিক অধিকার নির্বিঘ্নে প্রয়োগ করা যাবে, যে অধিকার দীর্ঘদিন ধরে কেড়ে নেওয়া হয়েছিল।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১টায় চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, কেবল সমালোচনা আর দোষারোপের রাজনীতিতে আবদ্ধ থাকলে দেশের মানুষের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। জনগণ এখন পরিবর্তন চায়, চায় তাদের হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার ফিরে পেতে। তিনি বলেন, আমাদের সবাইকে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে গঠনমূলক ও জনমুখী রাজনীতির পথে এগোতে হবে। কারণ রাজনৈতিক স্থবিরতা ও নেতিবাচকতা মানুষের জীবনমান উন্নয়নের পথে বড় বাধা।

চট্টগ্রামের সঙ্গে নিজের ও পরিবারের গভীর আবেগের সম্পর্কের কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, এই চট্টগ্রাম থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই চট্টগ্রামেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ‘দেশের নেত্রী’ হিসেবে সম্মান জানানো হয়েছিল। তাই চট্টগ্রাম শুধু একটি শহর নয়, এটি বিএনপির ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, এ অঞ্চলের মানুষের সঙ্গে আমার এবং আমার পরিবারের আবেগিক বন্ধন রয়েছে।

তারেক রহমান আরও বলেন, বিএনপি যতবার রাষ্ট্রক্ষমতায় এসেছে, ততবারই সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তিনি দৃঢ়ভাবে বলেন, জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ নতুনভাবে ঢেলে সাজানো হবে, যাতে শিক্ষার্থীরা যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা পায়।স্বাস্থ্য খাত নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। বিএনপি সরকার গঠন করলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে একটি শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা হবে।

কৃষিখাত প্রসঙ্গে তারেক রহমান বলেন, কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হলে কৃষি উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। এজন্য কৃষকদের পাশে দাঁড়াতে হবে। তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে কৃষক ও কৃষাণীদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে, যার মাধ্যমে তারা স্বল্পসুদে ঋণ ও প্রয়োজনীয় সহায়তা পাবে।নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, নারীদের কর্মহীন রেখে কোনো দেশই কাঙ্ক্ষিত উন্নতির লক্ষ্যে পৌঁছাতে পারে না। তিনি স্মরণ করিয়ে দেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে মেয়েদের অষ্টম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। ভবিষ্যতেও বিএনপি নারীদের স্বাবলম্বী করে তুলতে কাজ করবে। গ্রামগঞ্জ ও প্রত্যন্ত অঞ্চলের নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করে সামাজিক নিরাপত্তা আরও জোরদার করা হবে।

তারেক রহমান বলেন, বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছে এবং যে পরিকল্পনা গ্রহণ করেছে, সরকার গঠন করতে পারলে সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনগণের সমর্থন প্রয়োজন। এজন্য তিনি সবাইকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান।তিনি আরও ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশে এক লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন ও খাল খননের মাধ্যমে পানি ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদন বাড়ানো হবে। চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, যেকোনো মূল্যে দুর্নীতির শিকড় উপড়ে ফেলা হবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপি সরকার গঠন করলে জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা দেখানো হবে।এর আগে দুপুর ১২টা ২১ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে তারেক রহমানের গাড়ি পলোগ্রাউন্ড মাঠে প্রবেশ করে। তিনি মঞ্চে উঠতেই করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। হাস্যোজ্জ্বল তারেক রহমান হাত নেড়ে নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।উল্লেখ্য, এটি তারেক রহমানের নির্বাচনী প্রচারের দ্বিতীয় পর্ব। গত ২২ জানুয়ারি সিলেট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102